32402

৩৪ বছর পর ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল বাজেভাবে। টানা তিন ম্যাচে হার, যার শেষটি দক্ষিণ আফ্রিকার কাছে। তারপর ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে সেই দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে হারিয়ে ফাইনালে উঠল ইংল্যান্ড।

আগামী রোববার ক্রাইস্টচার্চে শিরোপার লড়াইয়ে ছয়বারের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এনিয়ে পঞ্চমবার ফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ, ১৯৮৮ সালের পর প্রথম। ১৯৭৩ সালে এই প্রতিযোগিতার শুরু থেকে টানা চারবার ফাইনালে হয়েছিল দুই দলের লড়াই, যেখানে অস্ট্রেলিয়া ৩-১ এ এগিয়ে। প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পরের তিনবারই অজিদের কাছে হেরে রানার্সআপ হয়।

ads

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। ৭৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল তারা। কিন্তু ওপেনার ড্যানি উইয়াট তাদের স্বস্তি কেড়ে নেন। পঞ্চম উইকেটে সোফিয়া ডাঙ্কলিকে নিয়ে ১১৬ রানের দাপুটে জুটি গড়েন তিনি। ১২৫ বলে ১২ চারে ইনিংস সেরা ১২৯ রান করে বিদায় নেন উইয়াট।

পরে ডাঙ্কলির হাফ সেঞ্চুরি ও সোফিয়া এক্লেসটোনের ব্যাটে প্রায় তিনশ করে ইংল্যান্ড। ৬০ রানে আউট হন ডাঙ্কলি। ১১ বলে ৫ চারে ২৪ রান করেন এক্লেসটোন। ৮ উইকেটে ২৯৩ রান করে ইংল্যান্ড।

ads

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শাবনিম ইসমাইল। দুটি করে পান মারিজান্নে ক্যাপ ও মাসাবাতা ক্লাস।

লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। চার ওভারের মধ্যে টানা দুটিতে দুই ওপেনারকে ফেরান আনিয়া শ্রুবসোল। তারপর মিডল অর্ডার থেকে টেল এন্ডার পর্যন্ত এক্লেসটোনের ঘূর্ণিতে পর্যদুস্ত প্রোটিয়ারা। ৩৮ ওভারে ১৫৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ইনিংস সেরা ৩০ রান করেন মিগনন ডু প্রিজ।

ইংলিশ অফস্পিনার ৮ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৬ উইকেট। দুটি পান শ্রুবসোল।

ad

পাঠকের মতামত