26931

বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের আশ্রয়ন প্রকল্পে জাতীয় শোক দিবস উদযাপন

ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: রোববার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস উদযাপন করলো উপজেলা প্রশাসন। রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে বাকশীমুল ইউনিয়ন এর বড় আনন্দ পুর আশ্রয়ন প্রকল্পে গৃহহীনদেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর প্রাপ্ত লোকজন নিয়ে শোক দিবস উদযাপন করেছেন। একশত ২০ আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রজাতির চারা গাছ, খাবার, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খানি খতম, মিলাদ মাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

দুপুরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগীদের মাঝে খাবার বিতরণ করেন।

ads

এর পূর্বে আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) শারমিন আরা, বাকশীমুল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মোঃ ময়নাল হোসেন ফকির, প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা।

এসময় আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগীরা, স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ সাঈুল ইসলাম।

ad

পাঠকের মতামত