22066

মঙ্গলে সফল অবতরণ চীনা নভোযানের

নিউজ ডেস্ক: মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করেছে চীনের নভোতরী ঝুরং। রাষ্ট্রীয় মিডিয়ায় এ ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ৬ চাকাবিশিষ্ট রোবট ঝুরং মঙ্গলের ইউটোপিয়া প্লানিটিয়াকে টার্গেট করেছে। ইউটোপিয়া প্লানিটিয়া হলো মঙ্গলগ্রহের উত্তর গোলার্ধের বিশাল অঞ্চল। এই রোবট নভোযানে আছে একটি সুরক্ষামুলক ক্যাপসুল, একটি প্যারাসুট এবং একটি রকেট প্যারাসুট। মঙ্গলে নভোতরী অবতরণ একটি কঠিন কাজ। তা সফল করার মধ্য দিয়ে চীন আরেক দফা বড় সফলতা অর্জন করলো। এর আগে মঙ্গলে শুধুু মার্কিন কোনো নভোতরী অবতরণে সক্ষম হয়।

আর এই অবতরণের মধ্য দিয়ে চীন হলো দ্বিতীয় দেশ, যারা সফলভাবে মঙ্গলের পৃষ্ট ছুঁতে পারলো। এমন অসাধারণ অর্জনে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ads
ad

পাঠকের মতামত