12699

বরেণ্য অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা সাদেক বাচ্চু আর নেই। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১২টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

সাদেক বাচ্চুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

ads

এর আগে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষায় শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়।

বাংলাদেশ ডাকবিভাগের সাবেক কর্মকর্তা সাদেক হোসেন বাচ্চু ১৯৮৫ সালে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। ‘রামের সুমতি’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ে তিনি দেশবাসীকে মুগ্ধ করেন।

ads

১৯৭৪ সালে প্রথম অঙ্গীকার নামক একটি নাটকের মধ্যদিয়ে তিনি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। এছাড়া তিনি অসংখ্য ব্যবসা সফল বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন।

ad

পাঠকের মতামত