9667

চাঁদপুরে পর পর ৪ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলায় ক্যান্সার, করোনা এবং এর উপসর্গ নিয়ে পর পর ৩জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার ইউপি চেয়ারম্যানদের মাঝে হতাশা বিরাজ করছে।

জানা যায়, জেলার কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হাই মুন্সী মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টায় সময় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এলাকা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সি গত ৩১ মে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওই হাসাপাতালে ভর্তির পরদিন তার করোনা নমুনা পরীক্ষা করলে রির্পোট পজেটিভ আসে। পরে ওই হাসাপাতালে ৮ দিন করোনা সাথে যুদ্ধে করে ৯ জুন মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ads

অন্যদিকে বুধবার (১০ জুন) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে সময় মৃত্যুবরন করেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফি আহমেদ মিন্টু আকষ্মিকভাবে স্ট্রোক করলে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে তিনি ৯ জুন মঙ্গলবার করোনা টেস্টের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা প্রদান করেন। এদিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় মর্যাদার তার বোলদীঘি গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান, চেয়ারম্যান এর জ্বর, শ্বাসকস্ট থাকায় ৯ জুন তার নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে বৃহষ্পতিবার (১১ জুন) মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আক্কাছ বাদল (৫৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাস্থ তাঁর নিজ বাড়িতে ভোর ৪টার সময় মৃত্যুবরন করেন। এদিন বাদ জোহর জহিরাবাদ ইউনিয়নের নেদামদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলী আক্কাছ বাদল ইউপি চেয়ারম্যান এর পাশাপাশি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন।

ads

এছাড়াও শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহীদ কাজী করোনা উপসর্গ নিয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এদিন বাদ আছর নিজ এলাকায় দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জেলায় তিনজন ইউপি চেয়ারম্যান এর মৃত্যুতে পৃথক পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। উভয়ের শোক বার্তায় জেলা প্রশাসক শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

ad

পাঠকের মতামত