স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা: এমপি বাহার
মাইনুল হক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ কৃষকের সন্তান, কাজের বুয়ার ছেলে-মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। এটাই আমাদের স্বাধীনতার ফসল। স্বাধীনতার সুফল আজ ঘরে ঘরে পৌছে দিচ্ছেন শেখ হাসিনার সরকার। এক সময় বঙ্গবন্ধুর পক্ষে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ বাংগালীকে বঙ্গবন্ধু দিয়েছিল স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজ শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। শেখ হাসিনা উপহার দিচ্ছেন ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর কাটাবিল রফিকউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি এসব কথা বলেন।
হাজী বাহার এমপি আরো বলেন, ২৩ বছর দলে পদ বঞ্চিত ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হই নি। আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সাংগঠন করেছি। আজ মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লা আজ নতুন সাজে সেজেছে। কুমিল্লায় নতুন করে জাগরন তৈরী হয়েছে। আমার দলের কেউ অপরাধ করলেও ছাড় নেই। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার আদর্শকে লালন করে কাজ করতে হবে। আমাদের প্রতিটি কর্মীর কর্মকান্ডের সাথে দলের সুনাম জড়িত। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সুনাম জড়িত। তাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শেখ হাসিনার যোগ্য কর্মী হিসেবে নিজেকে গড়তে হবে৷ অনুপ্রবেশকারী হাইব্রীডরা নয়, দলের ত্যাগী পরীক্ষিতরা কমিটিতে স্থান পাবেন। জামায়াত শিবিরের সাথে কোন আপোষ নয়। কোন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের আওয়ামী লীগে স্থান নেই।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা এড. জহিরুল ইসলাম সেলিম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আলীম কাঞ্চন, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর মহানগর স্বে”ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান সাজু, প্রচার সম্পাদক জহিরুল কামাল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ এম এ ফাত্তাহ, যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মিঠু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবীবুস সাহেরীর সাহের, মহানগর আ.লীগের সদস্য কাইয়ুম খান বাবুল, কাউন্সিলর শাহ আলম খান, সৈয়দ মো.সোহেল, হাজী আফসান মিয়া, জাকির হোসেন, মহিলা কাউন্সিলর নেহার বেগম, নুরজাহার আলম পুতুল, কাউসার বেগম সুমি, উম্মে কুলসুম মুনমুন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি, যুগ্ম আহবায়ক কাউন্সিলর আলমগীর হোসেন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল সহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরেরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা ও সাবেক কাউন্সিলর এড. শওকত আকবর।
১৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আজমীর, সেক্রেটারী কামাল:
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি মীর মো.আজমীর হোসেন কে সভাপতি ও মো. কামাল হোসেন কে সাধারন সম্পাদক করে কুমিল্লা মহানগর ১৫ নং ওয়ার্ড নবগঠিত আওয়ামী লীগের ৬৯ সদস্যের কমিটির নাম ঘোষনা করেন। তারণ্যকে অগ্রাধিকার দিয়ে দলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীদের সমন্বয়ে গঠিত নতুন কমিটির নেতৃবৃন্দকে নেতা-কর্মীরা বিপুল করতালির মাধ্যেমে অভিনন্দন জানান।