বিজ্ঞান আন্দোলন মঞ্চ কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন
মাইনুল হক: বাঙালি বিজ্ঞানী সত্যেন বোসের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লা জেলা বাসদ কার্যালয়ে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন৷ আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷
পরে বিজ্ঞান আন্দোলন মঞ্চ কমিটির নাম ঘোষণা করা হয়৷ কমিটির সভাপতি প্রেমা শাহা ,সহ সভাপতি মোস্তফা কামাল ইমরোজ, সাধারণ মানুষের দীপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক আলিফুর রহমান টুটুল, অর্থ সম্পাদক ফাহিম আবরার, দপ্তর সম্পাদক আশরাফুল খান, পাঠাগার সম্পাদক তাহসিন, বিজ্ঞান গবেষণা সম্পাদক জেবিন সুলতানা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সিফাত জাহান৷
সদস্য নাইমুল হাসান সাকিব, মুমতাহিন ইজনীন অনামিকা, মরিয়ম আক্তার, শিল্পী আক্তার শিলা ও ফাতেমাতুজ্জোহরা৷