কুমিল্লায় সদর হাসপাতাল রোডে নিউ হীরাঝিল রেস্তোরার উদ্বোধন
মাইনুল হক: আধুনিক ও রুচিসম্মত খাবারের অঙ্গীকার নিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কুমিল্লা মহানগরের সদর হাসপাতাল রোডে ঐতিহ্যবাহী নিউ হীরাঝিল নামে রেস্তোঁরার উদ্বোধন হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্তোরাটির উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন’র সভাপতি আরফানুল হক রিফাত৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য রোটারীয়ান আলহাজ্ব আবদুল মালেক ভূইয়া, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অহিদুর রহমান অহিদ, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক গাজী সাদেকুর রহমান সাদেক, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকন, দুলাল হোসেন অপু, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা মোঃ মাহাবুবুর রহমান জিল্লু, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক, ২২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক শিমুল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হোটেল মালিকপক্ষ জানান, এখানে স্বল্প মূল্যে পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার পাওয়া যাবে৷ এখানে কাবাব, গ্রিল চিকেন, কাচ্চি বিরিয়ানি, গরুর বিরিয়ানি, মুরগি ও গরুর হালিম, শিক কাবাব, গ্রিল চিকেন, গরুর মাংস, চিকেন তন্দুরি, নান রুটি, শামি কাবাব, বোরহানি সহ বিভিন্ন ধরণের খাবার পাওয়া যাবে৷ এছাড়া বিয়ে, জন্মদিন ও বিভিন্ন ধরনের পার্টির খাবারের অর্ডার নেওয়া হবে৷