কুমিল্লার বরুড়ায় ৩টি প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অভিযোগে ৩টি প্রতিষ্ঠানে বিভিন্ন অংকে সর্বমোট ২৭,০০০ টাকা জরিমানা করা হয়।
ads
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও এসআই সোহেলের নেতৃত্বে বরুড়া থানা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন।
ads
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।