কুমিল্লা সদরের অবৈধ এনএসবি ইটভাঁটায় উচ্ছেদ অভিযান
মাইনুল হক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কালকার পাড়ের জিয়াউর রহমানের মালিকানাধীন অবৈধ এনএসবি ইটভাঁটায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে৷ ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ তথ্য জানান।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, ইটভাঁটাটির ১০বৎসর যাবৎ পরিবেশ এবং জেলা প্রশাসনের কোন ছাড়পত্র ছিল না। তাছাড়া, ইট তৈরিতে তারা কৃষিজমির মাটি ব্যবহার করছিল। আর ইটভাঁটাটি ছিল আবাসিক এলাকার মধ্যে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ইটভাঁটার চুলা নিভিয়ে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি, কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেহেদী ইসলাম ও জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা৷