দেশকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই: জুনায়েদ শিকদার তপু
মাইনুল হক: ড. আখতার হামিদ খান ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট’র এসএসসি (ভোক) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি ইনস্টিটিউট’র ব্যবস্থাপনায় ডা. আক্তার হামিদ খান প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকার মনোনিত কেটিটিসিএ লি: এর পরিচালক সাংবাদিক জুনায়েদ শিকদার তপু৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের সুপারেন্টেন্ড মোজাম্মেল হক মজুমদার৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাকির হোসেন, কেটিটিসিএ লি: এর সচিব (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ল্যান্ডমার্ক পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ভূইয়া, ডক্টর আখতার হামীদ খান ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট’র শিক্ষক আবুল খায়ের খন্দকার, শিক্ষক আব্দুর রহমান প্রমুখ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কবির হোসেন৷
বিদায়ী ও নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ শিকদার তপু বলেন, ড. আখতার হামিদ খান ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বর্তমানে অনেক সুশৃংখল৷ বর্তমান সময়ে জেনারেল লাইনে লেখা পড়া করে অনেকেই বেকার থাকে৷ কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। শুধু চাকরি নয়, নিজে একটি ল্যাব বা ওয়ার্কশপ করেও কর্মসংস্থানের সুযোগ সৃৃষ্টি করতে পারে৷ বিশ্বের যত উন্নত দেশ আছে সেসব দেশগুলো কারিগরি শিক্ষার কারণে উন্নত৷ আমাদের দেশকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে বর্তমানে অনেক গুরুত্ব দিচ্ছেন৷ কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এই প্রতিষ্ঠান’র জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন৷ তিনি সব সময় প্রতিষ্ঠানটির পাশে আছেন৷
অনুষ্ঠানে বিদায়ী ১০১জন শিক্ষার্থী ও ৬০জন নবীন শিক্ষার্থী সহ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃৃন্দরা উপস্থিত ছিল৷
মিলাদে মুনাজাত পরিচালনা করেন ড. আখতার হামিদ খান ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট জামে মসজিদ’র ইমাম মাওলানা মো: আবুল বারাকাত৷