কুমিল্লা ভেন্যুতে শুরু “বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি-২০২০” প্রতিযোগিতা
মাইনুল হক: বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আয়োজনে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুমিল্লা ভেন্যুতে শুরু হয়েছে “বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি-২০২০” প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
দেশব্যাপী ৯টি ভেন্যুতে মোট ৮০টি স্কুল অংশ নিচ্ছে এই আসরে। কুমিল্লা ভেন্যুতে ৪টি জেলার ৮টি স্কুল অংশ গ্রহণ করছে এই প্রতিযোগিতায়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাউল আলম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক (রোমেন) প্রমুখ৷
আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়৷
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে কুমিল্লা ইউছুফ হাই স্কুল ও হাজীগঞ্জ মডেল স্কুল৷ কুমিল্লা ইউছুফ হাই স্কুল ট্রাইব্রেকারে ৩-২ গোলে হাজীগঞ্জ মডেল স্কুলকে পরাজিত করে৷