কুমিল্লা ক্লাবের নির্বাচন সম্পন্ন
মাইনুল হক: ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ১৭টি পদের সকলেই বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছে। ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লা ক্লাবে ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
কুমিল্লা ক্লাব সদস্য এড. জহিরুল ইসলাম সেলিম প্রধান নির্বাচন কমিশনার ও এড. রফিকুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, কুমিল্লা ক্লাবের দু’বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির ১৭ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়৷ প্রধান নির্বাচন কমিশনার এড.জহিরুল ইসলাম সেলিম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। পদাধিকার বলে জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ সভাপতি।
নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো: আবদুল হান্নান, কাজী রেজাউল করিম ভুলু ও মো:আলী মনসুর ফারুক, সাধারণ সম্পাদক পদে মহিবুস সামাদ মহি, সহ-সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো:আবুল বাশার,কোষাধ্যক্ষ পদে ডা: মো: মোরশেদুল আলম, ক্রীড়া সম্পাদক পদে মো:জহিরুল ইসলাম রিপন, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে তপন সেন গুপ্ত, কল্যাণ সম্পাদক পদে নমো: তরিকুল ইসলাম জুয়েল। সদস্য পদে মো: জাকির হোসেন মজুমদার, মেহেদী হোসেন শাকিল, মো:শাহ আলম খান, নাছিমুল হক, মো: শাহ আলম, মো: নাছির উদ্দিন সুমন, মো:জহিরুল কামাল ও প্রকৌশলী মো: সাইফুল ইসলাম।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ পদাধিকার বলে সভাপতি ও কুমিল্লা বীরচন্দ্র মিলনায়তনের সম্পাদক হেলাল উদ্দিন পদাধিকার বলে সদস্য নির্বাচিত হন৷
নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক ও ক্লাব সভাপতি আবুল ফজল মীর বলেন, ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের দু বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণতান্ত্রিকভাবে অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এজন্য আমরা নির্বাচন কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ তিনি নির্বাচিত ও মনোনীত সদস্যবৃন্দকে অভিনন্দন জানান৷
পরে, কুমিল্লা ক্লাবের শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার ও ক্লাবের বার্ষিক আন্তক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার৷