ময়মনসিংহে শীতকালীন খেলাধুলা ও হকি প্রতিযোগিতার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের “৪৯ তম শীতকালীন খেলাধুলা ও হকি প্রতিযোগিতা ২০২০” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যালয় হাই স্কুল মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিষ্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম৷
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ এ উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে তোলা৷ জাতির পিতার ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিকল্প নাই। তিনি শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক দক্ষতার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ফেসবুক ছেড়ে খেলার মাঠে আসতে শিক্ষার্থীদের অনুরোধ করেন।