5065

কুমিল্লা বুড়িচংয়ের কাবিলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচং কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় রাস্তা পার হতে গিয়ে পশ্চিম দিক থেকে আসা দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় সেকান্দর আলী (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সেকান্দর আলী সোমবার দুপুরে ডাক্তার দেখাতে কাবিলা ইস্টার্ন মেডিকেল হাসপাতালে যান। হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে আসার জন্য উত্তর দিকের রাস্তা থেকে দক্ষিণের রাস্তায় যাবার জন্য রাস্তা পার হতে গিয়ে পশ্চিম দিক থেকে আসা দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দিলে তিনি মারাত্বকভাবে আহত হন। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহরের ট্রমা হাসপাতালে নিয়ে গেলে বিকাল সোয়া ৪টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী….. রাজিউন)।

ads

নিহত সেকান্দর আলী কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং খোশবাস ইউনিয়নের আদমসার পূর্বপাড়ার বক্স আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন।

স্থানীয় ইউ পি সদস্য আব্দুস সালাম মিয়াজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

ads
ad

পাঠকের মতামত