4995

অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মো: ফারাবীকে বিদায় সংবর্ধনা

মাইনুল হক: কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে৷ গতকাল রবিবার (১২ জানুয়ারি) শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷

ads

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এয়ার আহমদ সেলিম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আতিকুল ইসলাম আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চপল, বাদল খন্দকার প্রমুখ৷

ads
ad

পাঠকের মতামত