4917

২০২১ সালে নতুন ছবি আসছে বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের

বিনোদন ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান এবার ২০২১ সালের ঈদে মুক্তি পাওয়া ছবির নাম শুনিয়ে রাখলেন ভক্তদের।সিনেমা কীভাবে হিট করাতে তা খুব ভালো জানেন সালমান।কোন উপলক্ষে কেমন মেজাজের ছবি চাই সেটাও বেশ ভালো বুঝেন তিনি।তাই আগেভাগে ঘোষণা দিয়েই এবারও মাঠে নেমেছেন সাল্লু ভাই।

সবার জানা কথা চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’ ছবিটি। বিগবস ১৩ এর উপস্থাপনা নিয়েও ব্যস্ত সময় পার করছেন ভাইজান। ‘রাধে’ সিনেমাটি নির্মাণ করছেন প্রভু দেবা। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

ads

বয়স বাড়ার সঙ্গে যেন জনপ্রিয়তাও বাড়ছে ভাইজানের। তার দূরদর্শিতার প্রশংসা সবাই করে। বক্স অফিস কাঁপিয়েই যাচ্ছেন তিনি। সর্বশেষ ‘দাবাং থ্রি’ দিয়ে নামের সুবিচারই করেছেন তিনি।

নিজেকে এগিয়ে রাখতে আগে এবার ভাগেই ২০২১ সালের ঈদের ছবির নাম ঘোষণা করলেন সালমান। নিজের ইনস্টাগ্রাম ওয়ালে ভক্তকুলকে জানিয়ে দিলেন ২০২১ সালের ঈদের ছবির নাম। সাল্লু ভাইয়ের আগামী বছরের ঈদের ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।

ads

ছবিটির গল্প লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালার। প্রযোজনাও করবেন তিনি নিজে। ফারহাদ শামজির পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে।

ad

পাঠকের মতামত