মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেনের সহোদরের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের সহোদর বড় ভাই জাফর আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকালে বিপুলাসার ইউনিয়নের বাঁকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার পূর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, আব্দুল মান্নান, আব্দুল হান্নান হিরণ, আল আমিন ভূঁইয়া, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম প্রমুখ। জানাযায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কুমিল্লা মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাফর আহমেদ।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।