বুড়িচংয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কাউন্ট-ডাউন (ক্ষণগণনা) উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ উদযাপনের কাউন্ট-ডাউন(ক্ষণ গণনা) মেশিন ১০ জানুয়ারী শনিবার বিকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের পর বুড়িচং উপজেলায় ক্ষণ গণনা মেশিনটি উদ্বোধন করা হয়। বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালের সামনে ক্ষণ গণনা মেশিন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজ্জাম্মেল হক পি.পি.এম., মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম, উপজেলা শিক্ষা অফিসার রৌশন আরা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফতেহা বিনতে বশির, কামাল উদ্দিন, আব্দুল খালেক, মোঃ মোতালেব, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়–য়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মোরাদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাপম আজম, কৃষি কর্মকর্তা শামীমুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে ফলের তুরা দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্জ, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ পেপার, ফারুক খান মেম্বার, আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান সহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাপশনঃ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালের সামনে জন্ম শতবার্ষিকীর ক্ষণ গণনা মেশিন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।