
কুমিল্লা মেডিকেল কলেজ’র ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস শুরু
মাইনুল হক: কুমিল্লা মেডিকেল কলেজের ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের এম,বি,বি,এস কোর্সের ২৯তম ব্যাচের উদ্বোধনী ক্লাস উপলক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়৷
কুমেক ২৯তম ব্যাচে ১৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়৷ পরে নবীন শিক্ষার্থীদেরদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আমিন আহাম্মেদ৷
কুমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মহসিন উজ জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম সরকার, হোস্টেল সুপার অধ্যাপক ডা. ইজাজুল হক প্রমুখ৷
রবিবার (১২ জানুয়ারি) থেকে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে৷