4803

ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে জাতীয় সংগীত পেয়েছি: এমপি বাহার

মাইনুল হক: “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রত্যয় নিয়ে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তন উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র সভাপতি অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মোশারফ হোসেন৷

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আইয়ুব আলী ভূঁইয়া, বৃহত্তর কুমিল্লা জেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র প্রধান উপদেষ্টা আব্দুস সালাম, মহাসচিব সোলেমান খান, কো-চেয়ারম্যান বাবু ধীরেন্দ্র কিশোর মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল কালাম আজাদ, শিক্ষা সচিব ওমর ফারুক, যুগ্ম সম্পাদক একরামুল হক ভূঁইয়া৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ কামরুল হাসান শরীফ৷

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, শিশুরা হল দেশের ভবিষৎ৷ তাদেরকে  সু-শিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে৷ শিক্ষার কোন বিকল্প নাই৷ প্রধানমন্ত্রী ইতি মধ্যে ঘোষণা দিয়েছেন আমাদের বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কারিগর হল এই শিশুরা৷ আজকের শিশু আগামীদিনের ভবিষৎ৷

তিনি আরও বলেন, এই কুমিল্লার অনেক স্কুল এবং কিন্ডার গার্টেন আছে, জাতীয় সংগীত গায় না৷ তাদের সমস্যা কোথায়৷ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে৷ ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে জাতীয় সংগীত পেয়েছি৷ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এ জাতীয় সংগীত৷ জাতীয় সংগীত যারা গায় না আ ক ম বাহাউদ্দিন বাহার তাদের সাথে আপোষ করবে না৷ পৃৃৃথিবীতে এত দাম দিয়ে কোন জাতি স্বাধীনতা অর্জন করে নাই৷ যারা স্বাধীনতা মানে না, জাতীয় সংগীত মানে না, তাদের সাথে আপোষ করা যাবে না৷

ad

পাঠকের মতামত