কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
মাইনুল হক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬ ঘটিকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমিল্লা টাউন হলে বীরচন্দ্র নগর মিলনায়তন উক্ত সভাটি অনুষ্ঠিত হয়৷
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন৷
সভাপতির বক্তব্যে এমপি বাহার নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন৷ এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নেতৃবৃন্দকে কুমিল্লা সিটি পার্কের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে উপস্থিত থাকার জন্য আহবান করেন৷ এরপর বিকেল ৩টায় সকল ওয়ার্ড থেকে নেতৃবৃন্দকে রেলি করে টাউন হল মাঠে উপস্থিত থাকার জন্য বলেন৷