দাউদকান্দি প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার(৫ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক গরীব দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি এম. এ করিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভা মেয়র নাঈম ইউসুফ সেইন।বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহ উদ্দিন আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আরমান চৌধুরী রবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ads