4708

কুমিল্লা মেঘনা উপজেলার সাংবাদিক শ্যামল আর নেই

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মেঘনা উপজেলার দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. গোলাম আজাদ শ্যামল (৩৩) গতকাল (রোববার) রাত দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন।

মরহুমের নামাজে জানাজা আজ সোমবার সকাল ১১টায় তার গ্রামের বাড়ি মেঘনা উপজেলার বড় নয়াগাঁও গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

ads

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ বৎসর ও ৬ মাস বয়সী দুই ছেলে সন্তান রেখে গেছেন।

মরহূম শ্যামল মো. গোলাম মোস্তফার বড় ছেলে, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাব-এডিটর মো. মাহবুব আলমের ভাইয়ের ছেলে এবং হোমনা উপজেলার হোমনা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন ভূঁইয়ার দৌহিত্র।

ads

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

ad

পাঠকের মতামত