তিতাসে কড়িকান্দি ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি)’র পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কড়িকান্দি ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কড়িকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভূঁইয়া,ইউনিয়ন সচিব মোঃ আলমাছুর রহমান,সদস্য মোঃ শাহজাহান মোল্লা, মোঃ শাহ আলম, মোঃ আবুল কাশেম, মোঃ রাসেল মিয়া, মোঃ মহাসীন, মোঃ মমিনুল ইসলাম, মোঃদিদার হেসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ হালিমা বেগম ও মোসাম্মৎ জোসনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।