4638

জুম্মার নামাজে মসজিদেই শেষ নিঃস্বাস ত্যাগ করলেন শিক্ষক আব্দুর রশিদ

নিজস্ব প্রতিবেদক: মানুষ গড়ার কারিগর নিমসারের আলহাজ্ব আব্দুর রশিদ মাষ্টার আর নেই। জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে একাধিক বার স্বর্ণপদক প্রাপ্ত নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮০ বৎসর। সাদা মনের মানুষ গড়ার এই কারিগর কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এলাকার পরিহলপাড়া গ্রামের মৃত কালা মিয়া ছেলে। শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর একটি মসজিদে জুম্মার নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি ২ছেলে ও ৩মেয়ে সহ বহু গুনগ্রহী রেখে গেছেন।

আগামীকাল সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ নিমসার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঢাকা মিশন স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা বান্ধব সমাজসেবী মহান শিক্ষকের মৃত্যুতে এলাকার সকল শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বিভিন্ন মহল।

ads
ad

পাঠকের মতামত