4598

কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক খলিলুর রহমান’র দাফন সম্পন্ন

মাইনুল হক: কুমিল্লা জিলা স্কুল ও কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক খলিলুর রহমানের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে৷

শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুমা কুমিল্লা টমছমব্রীজ ঈদগাহে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷ জানাজার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়৷ পরে টমছমব্রীজ কবরস্থানে দাফন করা হয়।

ads

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

ads

এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় টমছমব্রীজ এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খলিলুর রহমান স্যার একজন নিবেদিত প্রাণ ও ছাত্র-ছাত্রীদের প্রিয় শিক্ষক ছিলেন৷ ইংরেজিতে তিনি একজন দক্ষ শিক্ষক ছিলেন৷ পেশাগত জীবনে শুরু ও শেষ পর্যন্ত ৩০ বছর শিক্ষকতা করেন৷

আগামী সোমবার বাদ আছর টমছমব্রীজ নিউ হোস্টেল জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।

ad

পাঠকের মতামত