কুমিল্লা মহানগরে বই বিতরণ উৎসব উদ্বোধন করলেন এমপি বাহার
মাইনুল হক: বছরের প্রথম দিবসেই নতুন বই পেল শিক্ষার্থীরা। নববর্ষে নতুন বই হাতে নিয়ে উৎসব-আনন্দে মেতে উঠল তারা।
কুমিল্লা মনোহরপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে সকাল ১০টায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে কুমিল্লা মহানগরে পাঠ্যপুস্তক উৎসব-২০১৯-এর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
স্কুলের ১৩৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বই বিতরণ করা হয়৷
মনোহরপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুছ সায়েরীন সায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজ উদ্দিন আহাম্মেদ, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবীবুল আল আমিন সাদী, স্কুলের প্রধান শিক্ষক সালেহা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সাইদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপিকা রানী পোদ্দার, অভিভাবক কমিটির সভাপতি কবির উদ্দিন আহাম্মেদ প্রমূখ৷
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভাভাবকসহ প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকবৃৃৃন্দ উপস্থিত ছিলেন৷