4488

জেএসসিতে কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৮.৮০%, জিপিএ-৫ পেয়েছে ৬১৩১জন

মাইনুল হক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এবছর পাসের হার ৮৮.৮০%, জিপিএ ফাইভ পেয়েছে ৬১৩১জন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, কুমিল্লা বোর্ড থেকে এবছর মোট ২লাখ ৭০হাজার ৯৭৪জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয় ২লাখ ৪০হাজার ৬২২জন শিক্ষার্থী।

ads

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান জানান, কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৬টি জেলার ২৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হয়।

এরআগে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত