4477

রিজেন্ট গ্রুপে নতুন ব্যবস্থাপনা পরিচালকের যোগদান

নিজস্ব প্রতিবেদক : রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেজর অবঃ আনারুল কবীর -এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নতুন ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্ণেল অবঃ মির্জা মনোয়ার রেজা যোগদান করেছেন৷

গতকাল রাজধানীর উত্তরায় রিজেন্ট গ্রুপের প্রধান কার্যলয়ে বিদায় অনুষ্ঠানে দীর্ঘদিনের সহকর্মীরা আনারুল কবীরকে বিদায় জানান।

ads

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক নতুন কাগজ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্ণেল অবঃ মীর্জা মনোয়ার রেজা, রিজেন্ট গ্রুপ এর নিয়ন্ত্রক (প্রশাসন ও অর্থ), কাজী রবিউল ইসলাম, মূখ্য সমন্বয়ক, কাজী সাইফুল বারী, দৈনিক নতুন কাগজ এর নির্বাহী সম্পাদক অনিল সেন, হোটেল মিলিনার পরিচালক তানভির হাসান প্রবাল, রিজেন্ট হাসপাতাল লিঃ (মিরপুর শাখা) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, গোলাম ফারুক খান, হেড অব ফাইনান্স, মঈনুল ইসলাম খান, হেড অব প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাইচেইন, মাসুদ পারভেজ, হেড অব পাবলিক রিলেশন এন্ড রিকভারী, আফিফ বাবু, রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা এম.এ.সালাম শান্ত প্রমূখ।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ বলেন, মেজর আনারুল কবীর দৈহিকভাবে রিজেন্ট গ্রুপ থেকে বিদায় নিলেও তার কর্মের মধ্য দিয়ে তিনি আজীবন রিজেন্ট পরিবারের সদস্য হয়ে থাকবে।

বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের আন্তরিকতা ও ভালোবাসার নানাদিক তুলে ধরেন বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মেজর আনোয়ার। একইসাথে নতুন ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্ণেল অবঃ মির্জা মনোয়ার রেজা সাফল্য কামনা করেন তিনি।

ads
ad

পাঠকের মতামত