4387

হাফেজ মাওলানা আহসানুল করিম আযহারীর দাফন সম্পন্ন

মাইনুল হক: জাতীয় হাফেজ কল্যান সমিতির কেন্দ্রীয় মহাসচিব, কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি, জাতীয় চাদ দেখা কমিটির সদস্য ও মোগলটুলী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আহসানুল করিম আযহারীর দাফন সম্পন্ন হয়েছে৷

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০:৪০ মিনিটের সময় কুমিল্লা হারুন স্কুল জামে মসজিদ সংলগ্ন কবরস্তানে দাফন করা হয়৷

ads

শুক্রবার বাদ মাগরিব মরহুমের প্রথম জানাযা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়৷ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা পরিচালনা করেন মৌকরা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওঃ মোঃ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী৷ জানাযায় কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার আহমদ সেলিম কুমিল্লা জেলা পুলিশের সদ্যপদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সুজন কুমিল্লার সভাপতি ও কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান খাদেম মোহাম্মদ ফিরোজ কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় ট্রেড ইউনিয়ন নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ৷

ads

মরহুমের দ্বিতীয় জানাযা তার নিজস্ব এলাকা ফেনী জেলার ড্রাগনভূইয়া উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের দক্ষিণ দিলপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়৷

মোগলটুলি আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আহসানুল করিম আজহারী অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন৷

ad

পাঠকের মতামত