
দেবীদ্বারে মোজাফফর আহমেদ’র কুলখানী যেন মুক্তিযোদ্ধাদের মিলন মেলা
নিজস্ব প্রতিবেদক: দেবীদ্বারে ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ’র কুলখানী অনুষ্ঠানটি গেরিলাদের মিলন মেলায় পরিনত হয়েছে। শনিবার দিনব্যাপী প্রয়াত ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র নিজ বাড়িতে প্রতিষ্ঠিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়, এলাহাবাদ উচ্চ বিদ্যালয় ও এলাহাবাদ আদর্শ কলেজ মাঠে আয়োজিত কূলখানীতে কয়েক হাজার সমর্থক, রাজনৈতিক নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, সরকারী- বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালে ন্যাপ-কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর প্রায় পাঁচ শতাধিক গেরিলা মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বাম- প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব, দেশের প্রবীণ রাজনীতিবিদ, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনা, কারা নির্যাতিত জননেতা, ধর্ম- কর্ম- সমাজতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগর (প্রবাসী) সরকারের উপদেষ্টামন্ডলীর সর্বশেষ উপদেষ্টা, ১৯৭১-এ ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন’ কর্তৃক যৌথ উদ্যোগে গঠিত বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সভাপতি, নির্লোভ- ত্যাগী রাজনীতিক ও ভাষা সৈনিক অধ্যাপক মোজাফফর আহমদ(৯৮) বছর বয়সে পরলোকগমন করেন।
উপমহাদেশের বাম রাজনীতির এ পুরুধা, বর্ষিয়ান রাজনীতিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমদ গত ২৩ আগষ্ট (শুক্রবার) দির্ঘ রোগ ভোগের পর রাত ৭টা ৪৯মিঃ ঢাকা এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।