কুমিল্লায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা
মাইনুল হক: সংবাদপত্র ও সাংবাদিকতার মনোন্নয়ন ও মান সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল’র চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদের সাথে কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত সভাটি শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়৷ বাংলাদেশ প্রেস কাউন্সিল এ মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন ফৌজদারী কোর্ট জামে মসজিদের ইমাম মা: আব্দুল মতিন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ন-সচিব) মো: শাহ আলম৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান৷
অনুষ্ঠানে সভাততিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, বিশ্বজুড়ে সাংবাদিকতা ঝুকিপূর্ন পেশা বলেই সাংবাদিকদেরকে আলাদা সম্মান জানানো হয়।সাংবাদিকরা কারো কাছে জবাব দিহী করেনা বা সবার কাছে দায়বদ্ধ থাকে না। তারা জনগনের কাছে দায়বদ্ধ থাকে। সাংবাদিকরা নানা প্রতিকুলতার মধ্যেই তাদের পেশাগত কাজ করে থাকেন।নিজেদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি সংগ্রাম করেই নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে হবে। অচিরেই অনলাইনের নিবন্ধন সম্পন্ন করা হবে৷ ঐক্যবদ্ধভাকে সারা দেশের সাংবাদিকদেরকে এগিয়ে যাবার আহবান জানান।