কুমিল্লায় ডিবি’র অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইশত বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) চান্দিনা থানার পালকি সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মিঠু দাস (৩৫)। তার বাড়ি চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামে। তার পিতার নাম সেন্টু দাস।
এ বিষয়ে ডিবি পুলিশ সুত্রে জানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কিবরিয়া নেতৃত্বে এএসআই বিষ্ণু কনস্টেবল বাদল সহ টিমের অন্যান্য সদস্যদের সহায়তায় কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে মাদক কারবারিকে পর্যবেক্ষণ করা হয়।
এসময় ঢাকার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষমান মিঠু দাসের ব্যাগ তল্লাশি করে ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ফেনসিডিলগুলো ঢাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলো। এবিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।