4272

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমাদেরকে জান বাজি রেখে কাজ করতে হবে: শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: সোমবার কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২৯তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

ads

সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক সভাপতিত্বে সম্মেলন উপস্থিত ছিলেন আওলাদে রাসুল আল্লামা আযহার মাদানী দাঃবাঃ ভারত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখপাত্র আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, ইসলামী আন্দোলনের রাহবার আল্লামা মামুনুল হক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড.আ,ফ,ম খালিদ হোসাইন সহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম।

ads

উক্ত আন্তর্জাতিক সম্মেলনে বক্তাগন বলেন। মুসলমানদের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও দেশের স্থিতিশীলতা কোরআন – হাদীসের পথেই অর্জিত হয়। সমাজ কোরআন-হাদীস বিবর্জিত পথে চললে মাদক, সন্ত্রাস, দূর্ণীতি ও জঙ্গিবাদের থাবায় আক্রান্ত হয়। তাই শান্তির সমাজ বিনির্মাণে রাহমাতুল্লিল আদলামিন হযরত রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাতের অনুসরন অধিক জরুরী। সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা আশরাফ আলী সাহেবের লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তরা আরো বলেন বিশ্বব্যাপী মুসলিম জাতি নিধনে এক গভীর ষড়যন্ত্র চলছে। ভারতের কাশ্মীর, আসাম, মিয়ানমার, সিরিয়া, ফিলিস্তিন সহ আমাদের বাংলাদেশ ও কাফের বেইমানের রক্ত চক্ষু থেকে নিরাপদ নয়। সুতরাং আমাদের ঈমান আক্বিদা সংরক্ষণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমাদেরকে জান বাজি রেখে কাজ করতে হবে।

হযরত মুহাম্মাদ সাঃ সর্বশেষ নবী। এটা মুসলিম জাতির আক্বিদা – বিশ্বাস। যারা হযরত মুহাম্মাদ সাঃ কে সর্বশেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। সুতরাং কাদিয়ানী সম্প্রদায় তথা আহমদিয়া জামাত – যারা মুহাম্মাদ সাঃ কে শেষ নবী মানে না, তাদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। যারা আল্লাহ তায়ালা, মুহাম্মাদ সাঃ এবং কুরআন ও সুন্নাহ ব্যাপারে কটুক্তি করে, তাদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। পরিশেষে সংগঠনের সভাপতি সর্বস্তরের তাওহীদি জনতাকে শান্তি ও মুক্তির একমাত্র পথ সুন্নাতে নববী কে আকড়ে ধরার আহবান জানান।

সংগঠনের প্রতিষ্ঠাকালিন সেক্রেটারি আল্লামা আশরাফ আলীর সুস্থতা এবং দেশবাসীর জন্য মঙ্গট কামনা করে দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

ad

পাঠকের মতামত