4252

কুমিল্লার কালিরবাজারে “ধনুয়াখলা আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার” নব-নির্মিত ছাত্রাবাস’র শুভ উদ্বোধন

মাইনুল হক: বাংলাদেশ সরকার শিক্ষা খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আওয়ামীলীগ সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠি ও অবহেলিত জনপদে শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা আহমদিয়া ফাজিল (ডিগ্রী মাদরাসা’র নব-নির্মিত মরহুম আলহাজ্ব আবদুল আজিজ বি.এ.বি.টি ছাত্রাবাসে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এসব বলেন৷

ads

তিনি আরো বলেন, মহান স্বাধীনতা বাঙ্গালী জাতীর শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ করার সময় নবীনগরে পাকিস্তানীদের কাছ থেকে ৫২ জন মেয়েকে উদ্ধার করেছি। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জত/সম্ভ্রম আত্মত্যাগ এর বিনিময়ে আমারা এ স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

ads

আমাদের জাতির শেষ্ঠ অর্জন হচ্ছে স্বাধীনতা। আমাদের দেশের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু। আপনারা মানুষের জন্য কাজ করবেন। কারণ অনেক রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগে আজকের এই স্বাধীন বাংলাদেশ।

কুমিল্লার রাজনৈতিক ময়দানে ৫০ বছর সততার সাথে রাজনীতি করেছি। ১১ বছর যাবৎ কুমিল্লা সদর আসনের এমপি। অবৈধ একটি টাকাও খাইনি। অনেক মানুষকে চাকরি দিয়েছি, সাধারন মানুষের পাশে দাড়িয়েছি, উপকার করেছি, কাজ করে দিয়েছি বিনিময়ে এককাপ চা খাইনি৷ কুমিল্লা এখন সন্ত্রাস, চাঁদাবাজ এবং ইভটিজিং মুক্ত কুমিল্লা৷ আমি কোন অপরাধ এবং অপরাধীকে প্রশ্রয় দেই না, কঠোর হস্তে দমন করি৷ আপনাদের এলাকার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে আমাকে ও প্রশাসনকে জানান৷ আমরা কঠোর হস্তে দমন করব৷ মাদকের সাথে কোন আপস নেই৷ আসুন আমরা সবাই মিলে দেশটাকে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশে পরিণত করি৷

কালিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সেকান্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ মাহাবুল আলম মানিক (সিআইপি), কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা লালু মজুমদার, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. হোসনে আরা বকুল, দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আবুল কালাম (সিআইপি), ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন ভূঁইয়া, ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার প্রমুখ৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন কালির বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তাজুল ইসলাম৷

আলোচনা সভায় বক্তারা বলেন, ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার নব-নির্মিত মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ বি.এ.বি.টি ছাত্রাবাসটি দুবাইয় প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ মাহাবুল আলম মানিক (সিআইপি) গড়ে তোলে শিক্ষা বিস্তারে সুযোগ করে দিয়েছেন।

আলোচনা সভা শেষে ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার নব-নির্মিত মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ বি.এ.বি.টি তিনতলা ছাত্রাবাসটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার সহ অন্যান্য অতিথিরা৷

ad

পাঠকের মতামত