4233

সাংবাদিক মোস্তফা মজুমদার চলে গেলেন না ফেরার দেশে

মাইনুল হক: কুমিল্লা নগরীর বাসিন্দা দেশ বাংলা পত্রিকার সাবেক মফস্বল সম্পাদক, কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক, দৈনিক আমাদের কুমিল্লার সাবেক বার্তা সম্পাদক মোস্তফা মজুমদার ইন্তেকাল করেছেন। রোববার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে তিনি কুমিল্লা নগরীর মুন হাসপাতালে ইন্তেকাল করেন। মৃৃৃৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি ফেনীর পশুরাম উপজেলার ধনীকুন্ডা গ্রামে।
সোমবার বাদ জোহর কুমিল্লা মুন্সেফ বাড়ি মসজিদের সামনে বাদ জোহর জানাযা শেষে তাকে টমছম ব্রিজ কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য তিনি নভেম্বর মাসের শেষ দিকে অসুস্থ হয়ে ঢাকা মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে ভারতে চিকিৎসা নেন। সেখান থেকে ঢাকা হয়ে তাকে কুমিল্লা আনা হয়।

ads

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ চৌধূরী, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রনি, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির রিপোর্টার এনামুল হক ফারুক, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সা. সম্পাদক সাইফ উদ্দিন রনী, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, সময় টেলিভিশনের রিপোর্টার বাহার রায়হান, আমোদের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন মোল্লা, দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, নিউজ ২৪ এর রিপোর্টার হুমায়ন কবির জীবন, দৈনিক শিরোনাম ও আরটিভির সাংবাদিক সম্পাদক সালাউদ্দিন সুমন, দৈনিক নতুন কাগজের ব্যুরো চীফ ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক, ফটোসাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, আমাদের সময় ডট কমে’র কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার এমদাদুল হক সোহাগ, নতুন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হালিম সৈকত, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথিকৃৃৃত কুমিল্লার নির্বাহী সম্পাদক সুমন কবির, মারুফ আহাম্মেদ কল্প, অন নিউজ ২৪ এর হেড অব নিউজ মোঃ জহিরুল হক বাবু, সকালের সময়ের আনোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আসাদুল হক, বাংলার আলোড়ন পত্রিকার ফটোসাংবাদিক তুহিন আহাম্মেদ, দৈনিক সকালের খবরের রিপোর্টার শিউলী বেগম, সিএনএন টিভির স্টাফ রিপর্টার রবিউল বাসার খান সহ কুমিল্লার কর্মরত সাংবাদিকবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত