কুমিল্লায় দেশ রূপান্তর পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাইনুল হক: বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লায় উদযাপন করা হয়েছে দেশ রূপান্তর পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার সকালে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেঁটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক ফখরুল হুদা হেলাল৷
সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুক তাপসের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার মনির হোসেন, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম, সমাজ কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক আজম, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও আরটিভির ক্যামেরাপারসন সালাউদ্দিন সুমন, ভোরের পাতার রিপোর্টার জানে আলম, দৈনিক নতুন কাগজের ব্যুরো চীফ ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক, নতুন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হালিম সৈকত, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, প্রতিনিধি রফিকুল ইসলাম, সুমন কবির, মারুফ আহাম্মেদ কল্প, সকালের সময়ের আনোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আসাদুল হক, বাংলার আলোড়ন পত্রিকার ফটোসাংবাদিক তুহিন আহাম্মেদ, দৈনিক সকালের খবরের রিপোর্টার শিউলী বেগম, ব্যুরো বিশেষ সহকারী সোহাগ মিয়াজী, সিএনএন টিভির স্টাফ রিপর্টার রবিউল বাসার খান প্রমূখ।