4093

কুমিল্লায় নানা আয়োজনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

মাইনুল হক: “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে৷

ads

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী’র সামনে থেকে র‌্যালীর মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল ময়দানে এসে শেষ হয়৷ এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অভিবাসন মেলার উদ্বোন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী ও সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা৷ একইসময়ে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা৷ দিনব্যাপী এই মেলায় অভিবাসন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, স্থানীয় পর্যায়ের সমমনা এনজিও, সেবাগ্রহীতা, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য অভিবাসী, বিভিন্ন ট্রেড ও কোর্সের ওপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান (সরকারি ও বেসরকারি টিটিসি), চাকরি প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা, চাকরি প্রত্যাশী ব্যক্তি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে৷ পরে টাউন হলের বীর চন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

ads

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী৷

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সোনালী ব্যাংকের জিএম নুরুল হক, জনতা ব্যাংকের ডিজিএম এ কে এম ফজলুল হক, জনতা ব্যাংকের এজিএম আবুল হাসনাত আজাদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান ও জনশক্তি জরিপ অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ৷

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সহকারী পরিচালক দেবব্রত ঘোষ৷

প্রধান অতিথির বক্তব্যে কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ১ কোটিরও বেশি অভিবাসী রয়েছে। এর অধিকাংশই মধ্যপ্রাচ্যে। ওখানে আমাদের দেশের ১ হাজার শ্রমিক যে টাকা ইনকাম করে, ফিলিপাইনের একশ শ্রমিক সে টাকা ইনকাম করে৷ এর কারন হল তারা ইংরেজী জানে এবং কাজে দক্ষ৷ দেশে অনেক শিক্ষার্থী আছেন যারা জেনারেল লাইনে পড়াশুনা করে বেকার আছেন। কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। শুধু চাকরি নয়, নিজে একটি ল্যাব বা ওয়ার্কশপ করেও কর্মসংস্থানের সুযোগ করতে পারে।

দেশে এখনও ৪০ শতাংশ অদক্ষ শ্রমিক রয়েছে। আর অদক্ষ শ্রমিকের চাহিদা বিশ্বে দিন দিন কমছে। তিনি বলেন, সরকার বিভিন্ন সময় দক্ষ শ্রমিক তৈরির জন্য অনেক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রতিটি উপজেলায় একটি করে প্রশিক্ষণ সেন্টার স্থাপন প্রকল্পটি চলমান। অভিবাসী কর্মীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে বিদেশে পাঠাতে হবে। কাজে দক্ষ না হলে ন্যায্য পারিশ্রমিক থেকে অভিবাসীরা বঞ্চিত হবে। দেশও কাঙ্খিত রাজস্ব পাবে না।

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে প্রায় ৩ কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আসুন অমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে তা বাস্তবায়িত করি।

আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অভিবাসী সন্তানদের চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

ad

পাঠকের মতামত