কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী
মাইনুল হক: মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকাল ৪টায় উক্ত অনুষ্ঠানটি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের আয়োজনে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা এড. গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, সাংবাদিক মোতাহের মাহবুব প্রমুখ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো: আল-আমিন৷
আলোচনা সভা শেষে ১৩ তারিখ অনুষ্ঠিত গান, আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগীয় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷
পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷