কুমিল্লায় ‘মুজিব বর্ষ’ উদযাপন নিয়ে প্রস্তুতি সভা
মাইনুল হক: কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ উদযাপন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো: শাখওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, এনএসআই’র যুগ্ন পরিচালক আলিম উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, ব্রাক্ষণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রতন সরকার, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, পরিবার পরিকল্পনা কুমিল্লার উপ-পরিচালক মাহবুবুল করিম, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্য কর্মকর্তারা৷
জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, মুজিব বর্ষ পালনে দেশের ৬৪ জেলার মধ্য কুমিল্লায় সবচেয়ে বড় আয়োজন করা হবে৷ তুলে ধরা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, তার স্মৃতিবিজড়িত স্থান, কুমিল্লার রণাঙ্গনের গল্প, ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা। মুজিব বর্ষ পালনের মাধ্যমে ইতিহাসে শ্রেষ্ঠতম জন্মদিন পালন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
তিনি আরো বলেন, ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উদ্যোগে আগামী ২০২০ সালের (১১ জানুয়ারী) কুমিল্লার লালমাইয়ে ‘মুজিব বর্ষ ভিক্টোরিয়ান্স টি২০ প্রিমিয়ার লীগের’ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হম মুস্তফা কামাল এমপি৷ উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো কনসার্টের আয়োজন করা হবে৷