
এমপি বাহারের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে নৌকায় উঠলেন কাউন্সিলর বাচ্চু
মাইনুল হক: শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউন হলের বীর চন্দ্র নগর মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির হাতে ফুলের নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ইমরান বাচ্চু।
এসময় ইমরান বাচ্চু বলেন, সম্মানিত উপস্থিতি কুমিল্লার প্রাণপুরুষ, আমার মুরুব্বী এবং আমার বাবার পরে যাকে আমি স্থান দিয়েছি আজ থেকে ওনার সাথে আমি আছি৷ এতদিন কোন রাজনৌতিক দলের সাথে সম্পৃৃৃৃক্ত হই নাই৷ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে যোগদান করলাম৷
পরে তিনি নিজেই সভার সবাইকে নিয়ে স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ এ সময় সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।