
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা
মাইনুল হক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা টাউন হলের বীর চন্দ্র নগর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
সভাপতির বক্তব্যে এমপি বাহার বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন তাদের নিয়েই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর মিশন-ভিশন বাস্তবায়ন করতেই কুমিল্লা মহানগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বর্ধিত সভায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ব্যাপক কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে থাকবে ১৬ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৬টায় কুমিল্লা টাউন হল থেকে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুারাল পর্যন্ত র্যালিতে অংশগ্রহন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকাল ৩টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের র্যালী ও সন্ধ্যায় বিজয় দিবসের আলোচনা সভা টাউন হলে অনুষ্ঠিত হবে।
বর্ধিত সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বিজয় দিবসের সকল কর্মসূচী সঠিক ভাবে বাস্তবায়নের জন্যে সকল নেতাকর্মীদের নির্দেশ দেন।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রুস্তম আলী, সহ-সভাপতি আব্দুল আলীম কাঞ্চন, ডাঃ আব্দুল বাকী আনিস, সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ন সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল বাসার, সদস্য ডাঃ সহিদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, বিশিষ্ট নারী নেত্রী তাহসিন বাহার সূচনা, মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এর কাউন্সিলর, সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল ইসলাম রিন্টু, মহানগর ছাত্রলীগের আহবায়ক আব্দুল আজিজ সিহানুক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।