কুমিল্লায় বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাইনুল হক: মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা প্রসাশন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা জেলা কমান্ডের আয়োজনে অনুষ্ঠানটি কুমিল্লা টাউন হলের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন ভূইয়া৷
কুমিল্লা অজিত গুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল বাসার, কুষমিল্লা আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ৷
আলোচনা সভা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷