কুমিল্লায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন
মাইনুল হক: কুমিল্লায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) ২০১৯ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান পিএএ ও পরিবার পরিকল্পনা কুমিল্লার উপ-পরিচালক মাহবুবুল করিম সহ অন্যান্য কর্মকর্তারা৷ পরে রাজদেবী মা ও শিশু কল্যান কেন্দ্রের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান পিএএ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কুমিল্লার উপ-পরিচালক মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনা অফিস কুমিল্লার সহকারী পরিচালক ডা. শাহনাজ আরফিন, কুমিল্লা ইস্টার্ণ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মজিবুর রহমান, ইস্টার্ণ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন প্রমুখ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার গোবিন্দ কুমার সাহা৷
এরআগে সকাল ৯:১৫ মিনিটের সময় জেলা শিল্প কলা একাডেমী প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদুরতলা রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসে শেষ হয়৷