3811

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

মাইনুল হক: বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র ২০২০ সালের বার্ষিক বাজেট অধিবেশন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় আলেখারচরের শংকরপুরস্থ বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র অডিটোরিয়ামে বার্ষিক বাজেট অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

ads

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মো: শাহাজাহান সিরাজ, পবিত্র গীতা পাঠ করেন বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বোস ও পবিত্র ত্রিপিটক পাঠ করেন মিসেস ঝর্ণা বড়ুয়া।

ads

অন্ধ কল্যান সমিতির ২০২০ সালের বাজেট উপস্থাপন করেন অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সেলিম।

বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার প্রধান উপদেষ্ট কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

এডভোকেট আ.হ.ম. তাইফুর আলমের সভাপতিত্বে ও এডভোকেট ফাহমিদা জেবিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জনাব প্রদীপ কুমার পাল, জনাব হাসান খসরু, ডা. এ.কে.এম. আব্দুস সেলিম, জনাব শাহাজাদা গিয়াসউদ্দিন প্রমুখ।

প্রতিষ্ঠানের ২০১৯ সালের রিভাইজ্ড ও ২০২০ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো: শাহজাদা গিয়াসউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লাও সেভাবে এগিয়ে চলছে। সঠিক নেতেৃত্বের কারনে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা এগিয়ে যাচ্ছে। বাজেট হলো একটি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি। সঠিক বাজেট প্রস্তুতের মাধ্যমেই একটি সংগঠন ভালোভাবে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, অন্ধ কল্যান সমিতি একটা সেবামূলক প্রতিষ্ঠান, তাই রোগীদের তথ্য সয়ংক্রিয়ভাবে সংরক্ষনের মাধ্যমে মান সম্মত সেবা নিশ্চিত করতে হবে। মানসম্মত সেবা নিশ্চিতের লক্ষ্যে তিনি সকলকে সহযোগিতার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের আজীবন সদস্য ও কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি মেহেরুন্নেছা বাহার বলেন, অন্ধ কল্যাণ সমিতি’র কার্যকরী কমিটির সততা, নিষ্ঠা ও আন্তরিকতার কারনে ভালো অবস্থানে আছে। তিনি আশা করেন ভবিষ্যতে অন্ধ কল্যাণ সমিতি আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেহেরুন্নেছা বাহার, পরিচালক নির্বাচিত হওয়ায় ডা: এ কে এম আব্দুস সেলিম এবং ডা: রেজাউল করিম জামিলকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি, কুমিল্লা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ad

পাঠকের মতামত