3794

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসিক উন্নয়নের প্রয়োজন: মন্ত্রী তাজুল ইসলাম

মাইনুল হক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, ছাত্রলীগ- যুবলীগ-আওয়ামীলীগ-স্বেচ্চাসেবকলীগ যে লীগই করেন না কেন, অপরাধ করলে-তাকে অপরাধী হিসেবেই চিহ্নিত করা হবে।

ads

তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে। মাদকের সাথে সংশ্লিষ্টতায় যাওয়া যাবে না। আওয়ামীলীগের নেতা হলেই চলবে না উল্লেখ করে মন্ত্রী বলেন সবাইকে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসিক উন্নয়নের প্রয়োজনীয়তা আছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

শুক্রবার বিকেলে লাকসাম পৌরসভা আয়োজিত লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন৷

ads

এর আগে সাড়ে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত লাকসাম বঙ্গবন্ধু পৌর কমিউনিটি সেন্টার ও ১২ কোটি টাকা ব্যায়ে অডিটরিয়াম এবং লাকসাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মন্ত্রী।

লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার এর প্রধান প্রকৌশলী আলহাজ্ব খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা গণপূর্ত সার্কেল এর তত্বাবধায়ক প্রকৌশলী এ.কিউ.এম শাহজালাল মজুমদার, এলজিইডি ও আইইউআইডিপি এর প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, এলজিইডির ইউজিআইআই-৩ প্রকল্প পরিচালক একএম রেজাউল ইসলামসহ আরো অনেকে।

ad

পাঠকের মতামত