কুমিল্লায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
মাইনুল হক: “অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্য নিয়ে ৫ ডিসেম্বর কুমিল্লায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষ্যে এক বর্ণাড্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়৷ পরে টাউন হল বীর চন্দ্র নগর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. জাহিদ হাসান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য পাপড়ি বসু, জেলা তথ্য অফিসার হোসেন মোহাম্মদ কবির৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড. এম. মিজানুর রহমান খান৷
প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিণত করতে হবে। তাদের প্রতি সহযোগিতায় ও আমাদের দৃষ্টিভঙ্গির উন্নয়ন প্রয়োজন। বর্তমান সরকার প্রতিবন্ধীদের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। সর্বস্তরের মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত৷ সরকার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করছে৷ ‘সরকার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা অনুষ্ঠান শেষে, প্রতিবন্ধী শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷