কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: রোটারিয়ান আবুল হোসেন ছোটন এর বাবা বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) আলহাজ্ব আবুল কাশেম এর জানাজা বুধবার বাদ আছর বিষ্ণুপুর মৌলভীপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশগ্রহন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ওমর ফারুক, মহানগর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, আওয়ামীলীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম, সফিকুল ইসলাম সিকদার, কবিরুল ইসলাম সিকদার, আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান সাজু সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।
যানাজার নামাজ পূর্বে উপজেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার সম্মাননা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সাঈদ ও বিজিবির নায়েক সুবেদার রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিষ্ণুপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) আলহাজ্ব আবুল কাশেম বুধবার সকাল ৯ টা ২০ মিনিটে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।