3667

বুড়িচংয়ে একাধিক মামলার ২ আসামী গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলার কুমিল্লা – বাগড়া সকরে আজ্ঞা পুর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা এবং একাধিক মামলার আসামী সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান রোববার সন্ধ্যায় বুড়িচং থানার এস আই মোঃ কামাল হোসেন, এ এস আই সুমন চাকমা সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমুল ইউনিয়নের কুমিল্লা – বাগড়া সড়কের কোদালিয়া – আজ্ঞা পুর এলাকায় একটি যাত্রী বাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় একাধিক মামলার এক আসামি সহ ২ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

ads

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খট্রেশর গ্রামের ফুল চান সরদারের ছেলে মোঃ বুলেট হোসেন (৩০), একই এলাকার মৃত রহিম সরদারের ছেলে আব্দুর রশিদ সরদার(৩৬)।

এঘটনায় রোববার রাতে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

ads
ad

পাঠকের মতামত